মেহেদী হাসান, বরিশাল ব্যুরোঃ পবিত্র ইদ-উল- আযহা ২০২২ উপলক্ষে উপকারভোগীদের মাঝে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উক্ত সভায় তিনি বলেন প্রকৃত অসহায়দের মাঝে টিসিবি পন্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ওয়ার্ডে যাচাই-বাছাই করার পর ফ্যামিলি কার্ড তৈরী করা হয়েছে এবং ভোক্তাদের পন্য ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সকল ডিলারদের “টিসিবি সেবা” মোবাইল এ্যাপ এর আওয়াতায় আনা হয়েছে। যদি কোন উপযুক্ত ব্যাক্তি ফ্যামিলি কার্ড না পায় তাহলে পরবর্তীতে তাদেরকে উক্ত কার্ডের আওতায় আনা হবে। উক্ত সভায় টিসিবি এর বরিশাল এর আঞ্চলিক প্রধান আল- আমিন হাওলাদার সকল টিসিবি ডিলারদের প্রতি একজন ব্যাবসায়িক হওয়ার চেয়ে সকলকে সেবক হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় সকল টিসিবি ডিলারদেরকে “টিসিবি সেবা” এ্যাপ ব্যাবহারের মাধ্যমে টিসিবির পন্য সুষ্ঠ ভাবে জনগনের মাঝে বিতরণের জন্য প্রশিক্ষন দেয়া হয়।