ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

“বসন্তেই ক্রমাগত বাড়তে শুরু করেছে তাপমাত্রা”

Agrajatra 24
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আসমাউল হুসনা,স্টাফ রিপোর্টার, চকরিয়াঃশীতকে বিদায় জানিয়ে প্রকৃতির অপরূপ সাজে বসন্ত ঋতুর আগমন ঘটেছে।এই ঋতুতে ক্রমাগত বেড়েই চলছে তাপমাত্রা।রবিবার ১৪/০২/২০২১ ইং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রী সেলসিয়াম।আজ সোমবার ১৫/০২/২০২১ ইং তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।আগামী ৩ দিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার ১৫/০২/২০২১ইং সকাল ৯.০০ ঘটিকার পূর্বাভাসে আরও বলা হয়েছে,অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১১.৪ ডিগ্রী সেলসিয়াম এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৩ ডিগ্রী সেলসিয়াম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।