আসমাউল হুসনা,স্টাফ রিপোর্টার, চকরিয়াঃশীতকে বিদায় জানিয়ে প্রকৃতির অপরূপ সাজে বসন্ত ঋতুর আগমন ঘটেছে।এই ঋতুতে ক্রমাগত বেড়েই চলছে তাপমাত্রা।রবিবার ১৪/০২/২০২১ ইং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ ডিগ্রী সেলসিয়াম।আজ সোমবার ১৫/০২/২০২১ ইং তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।আগামী ৩ দিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার ১৫/০২/২০২১ইং সকাল ৯.০০ ঘটিকার পূর্বাভাসে আরও বলা হয়েছে,অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১১.৪ ডিগ্রী সেলসিয়াম এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৩ ডিগ্রী সেলসিয়াম।