সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার রাত ৮টা ৫ মিনিটে মেয়র কাদের মির্জার মোবাইল ফোনে কল করে এ হত্যার হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রাত ১১.৩০ মিঃ দিকে একটি জিডি করেন, জিডি নং-৮১১,
জিডিতে মেয়র মির্জা উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ স্বপরিবারকে হত্যার হুমকি প্রদান করে। এবং
বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মনে করেন কাদের মির্জা।
জিডির বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা নিশ্চিত করে বলেন, একটি নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে,আমাকে ও আমার ছেলে সহ স্বপরিবার হত্যা হুমকি দেয়। আমি আর কোনো কথা না বলে সংযোগ কেটে দিই।’
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।