মঞ্জু রহমান, হাতিয়া প্রতিনিধিঃ
মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়ণায়” এই বানীতে উজ্জিবিত হয়ে রংপুরের একটি সামাজিক সংগঠন “বাংলাদেশ কুটির,হাতিয়া” এর উদ্যোগে কাটা খালী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হলো কম্বল বিতরণ অনুষ্ঠান।
অসহায়, এতিম এসব হাফেজ শিশুদের শীতের কষ্ট দূর করতে “বাংলাদেশ কুটির, হাতিয়া ” এর সদস্যরা সাধ্যমতো চেষ্টা করেছে তাদের জন্য কিছু করার।
কাটা খালী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ১৮ জন ছাত্রকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ কুটির হাতিয়া। এর আগে খাদিজাতুল কোবরা (রাঃ) ও আলমদিনা হাফেজিয়া মাদ্রাসায় ৪০ টির ও বেশি কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুটির হাতিয়া এর সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মঞ্জু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুটির হাতিয়া এর সভাপতি (চরঈশ্বর শাখা) জনাব মোঃ আজাদ, তিলোত্তমা হাতিয়া ব্লাড ব্যাংক এর এডমিন ডাঃ রহমত উল্ল্যাহ এবং কাটা খালী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মো: আব্দুল শহীদ ।
অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার পরিচালক জনাব মাও.আব্দুল শহীদ এই উদ্যোগকে স্বাগত জানান।