মোঃআজিজুর রহমান, নোয়াখালী হতে –
বৃহত্তর নোয়াখালী জেলার মধ্যে সদর উপজেলায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা অসংখ্য হওয়ায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একটি প্লাটফর্ম প্রয়োজন। সেই সুবাদে সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নিয়ে একটি এসোসিয়েশন গঠন করা হয়। তাই সেই এসোসিয়েশনের বিভিন্ন পদে প্রার্থী হয়ে পদ নির্ণয় করার জন্য আজ ১৩/০২/২০২১ ইং বিআরডিবি মিলনায়তনে সকাল ১০.০০ঘটিকা হতে ভোট গ্রহণ শুরু হয়।
এই এসোসিয়েশনে দুইটি প্যানাল নির্বাচনে অংশ গ্রহণ করেছে।
আবদুস সাত্তার ফরাজি , অসীম রায় নয়ন ও মেহেরাজ উদ্দিন( শাহীন) পরিষদ।
ও
ডাঃ মোঃ আবদুল হক,শহিদুল ইসলাম (সায়েদ),মেহেরাজ উদ্দিন (শাহীন)পরিষদ। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয় এতে আবদুস সাত্তার ফরাজি, অসীম রায় নয়ন ও মেহেরাজ উদ্দিন (শাহীন) পরিষদ নির্বাচিত হন।
এদের মধ্যে
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন –
ডাঃ মোঃ আবদুস সাত্তার ফরাজি, ব্যবস্থাপনা পরিচালক- নিরাময় হসপিটাল প্রাইভেট।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন –
অসীম রায় নয়ন, চেয়ারম্যান -মা ও শিশু হসপিটাল প্রাইভেট।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন –
মেহেরাজ উদ্দিন (শাহীন),ব্যবস্থাপনা পরিচালক -পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মাইজদী হাউজিং ও পরিচালক -মডার্ণ হসপিটাল প্রাইভেট।