ঢাকাবৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের নেতাকর্মীদের সাথে রংপুর জেলা প্রশাসকের মতবিনিময়

Agrajatra 24
ডিসেম্বর ২৪, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ

গত বুধবার  সন্ধ্যা ৭টার দিকে বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও নবনির্বাচিত রংপুর জেলা কমিটির সদস্যবৃন্দেরা রংপুর জেলা প্রশাসক জনাব মো: আসিব আহসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রংপুর জেলার পঞ্চাশটি পাঠাগারের উদ্যোক্তাগণ প্রশাসক মহোদয় এর সাথে পাঠাগার উন্নয়নে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। বিষয়গুলো উপস্থাপন করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব  নাসিম আহমেদ (সনু)। রংপুর জেলা সরকারি গ্রন্থাগারের নিবন্ধনকৃত গ্রন্থাগার সমূহের নাম এবং ঠিকানা জেলাপ্রশাসক মহোদয়ের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি  রেজাউল করিম রেজা।

এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পরিষদের সহসভাপতি  রশিদুস সুলতান বাবলু, সম্পাদক নাজমুল করিম ডলার, কোষাধ্যক্ষ কবি মওদুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছড়াকার শ্যামলী বিনতে আমজাদ, দপ্তর সম্পাদক তুহিন মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাজাদী ইয়াসমিন কেয়া, সমাজকল্যাণ সম্পাদক মাজেদা বেগম পিংকী, কার্যনির্বাহী সদস্য রাজিয়া বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।