আলিফ আহমেদ
করোনা নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী দু সপ্তাহ রাইড শেয়ারিং বন্ধ। কিন্তু করোনার সঠিক তথ্য না জেনে অযোগ্যতার এক চরম নজির বলে জানালেন রাইড শেয়ারিং এ জড়িত সাধারণ মানুষ,
সরেজমিনে দেখা যাচ্ছে কোথাও করোনা নেই যেমনঃ লেগুনার তিন ফিট বাই ৫ ফিটে ১২ জন, সি এনজি তে ৫ জন, সিরিয়ালে লাইন ধরে মাস্ক ছাড়া বাসের লাইনে কিংবা স্ট্যান্ডে অপেক্ষ মান মাস্ক ছাড়া যাত্রী এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও
যথাযথ কর্মের দুর্বলতা ঢাকতে ঢাকার ৫ লক্ষ শিক্ষিত যুবকের দুই সপ্তাহের পেটের ভাতের উৎসের মাঝে যত করোনা রয়েছে বলে বি আর টি এ মহাপরিচালক মনে করেন।
রাইড শেয়ারিং করেন এমন একজন রাশেদ শেখ তিনি দিন এনে দিন চলেন পরিবার সহ
কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরেছেন চরম বেকায়দায়, সব স্বাভাবিক চললেও রাইড শেয়ারিং কেন বন্ধ এটাই তার প্রশ্ন
তেমনি বিগত লকডাউন এর ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা এরই মাঝে আবার এই সিদ্ধান্তে তারা দু চোখে সরষে ফুল দেখছে
এমনকি তারা আন্দোলন ছাড়া এর সমাধান দেখছে না কেন না ১৪ দিনের খাবার তারা কোথায় পাবে আর মাসের শুরুতে হওয়ার রয়েছে ঘর ভাড়া দেওয়ার মত বড় খরচ।