মামুন মোল্লা বাউফল :
পটুয়াখালীর বাউফলে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এমন সুযোগে ডায়রিয়ার সিএস স্যালাইনের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বাড়িয়ে দিয়েছে স্থানীয় ফার্মেসীগুলো। ফলে অতিরিক্ত মূল্যে দিয়ে স্যালাইন ক্রয় করতে হচ্ছে রোগীর স্বজনদের।
রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার সময় এমন অভিযোগের ভিত্তিতে কালাইয়া বাজারের কালাইয়া আসমা মেডিকেল হল মোঃ বাচ্চু মিয়া বলেন, স্যালাইন বেশি দামে ক্রয় করি বেশি দামে বিক্রি করি এখানে কার কি আমি কত বিক্রি করব না করব ওটা আমার বিষয়। আরো অনেক ঔষধের দোকান গুলো কে জিজ্ঞাসা করলে তারা বলে সরবরাহ কম থাকায় বেশি দামে ক্রয় করতে হয়। কিন্তুু এখন স্যালাইন সরবরাহ আছে আগের দামেই বিক্রি করতেছি।
ফার্মেসীগুলোতে অভিযান পরিচালনা করার পর ও বেশি
দামে বিক্রি করতেছে স্যালাইন।
এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে ডায়রিয়ার স্যালাইন অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কালাইয়া শাহেদা গফুর ডায়াবেটিস হাসপাতালের অভ্যান্তরীন ফার্মেসী ও লঞ্চঘাট এর পার্শ্ববর্তী মুনতাহা মেডিকেল সহ দুটি ফার্মেসীতে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে প্রতিটি ফার্মেসীকে ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা না মেনে স্যালাইন বিক্রি
করতেছে আসমা মেডিকেল।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, গরমে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে স্যালাইনের অতিরিক্ত মূল্য নিচ্ছে ফার্মেসীগুলো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হবে । এ ধরনের অপকর্ম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।