=====================
মামুন মোল্লা বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে ফাঁদ পেতে ফোরকান হাওলাদার (৩০) নামের এক যুবককে দেশীয় তৈরী একটি আগ্নেয়অস্ত্র (পাইপগান) ও মাদক সহ গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বগা ইউনিয়নের বানাজোড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বগা উইনয়নের বানাজোড়া গ্রামের ফজলে হাওলাদারের পুত্র ফোরকান দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। এ খবর জানতে পেরে বগা ফাড়ির এস আই ছালাম সোর্স দিয়ে মাদক কেনার জন্যে পাঠায়। সোর্সের তথ্য অনুযায়ী ফোরকান ৭ পিচ ইয়াবা নিয়ে বগা ব্রিজের উপর হাজির হলে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে গ্রামের বাড়ি বানজোরা এলাকায় অভিযানে গেলে তার বসতঘরে তল্লাসী করে দেশীয় একটি পাইপগান জব্দ করে পুলিশ। বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল, তাকে মাদকসহ ধরে তার বসতঘর তল্লাসি করলে দেশীয় একটি পাইপ গান পাওয়া যায়। গ্রেফতার কৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে।