বাউফলঃ পটয়াখালীর বাউফলে ঈদ আনন্দ দলীয় নেতা কর্মীদের সাথে ভাগ করে নিতে এক মহতী উদ্যোগ নিলেন দশম সংসদের মাননীয় চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এম পি । সামাজিক দূরত্ব বজায় রেখে বাউফলের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৫০০ জন নৌকার কর্মী ও গরীব অসহায়কে ত্রাণ দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, দুধ, তৈল সহ ১০ টি আইটেম দেয়া হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ স ম ফিরোজ এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব হোসেন হাওলাদার। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মরিয়ম নিশু, বাউফল পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব ইব্রাহীম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আ.স .ম ফিরোজ এম পি বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দুঃখী বাঙালীর মুখে হাসি ফোটাবার রাজনীতি করেছেন, আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগীতা দিচ্ছেন। তিনি বাউফলের বিত্তবানদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।