এস.এম নুরনবী, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে শিশু মোঃ ইয়ামিন (২) এর মৃত্যু হয়েছে।
অদ্য রোববার (১৭ জানুয়ারী-২০২১ ইং) বিকেল পাচটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতের কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়ামিন ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে অন্য শিশুদের সঙ্গে ইয়ামিন খেলতে বের হয়। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে তাকে দেখতে না পেয়ে সকলে খুঁজতে বের হয়ে অনেক খোঁজাখুজির পর দেখতে পায় যে পাশের বাড়ির পুকুরে ওই শিশুর লাশ ভাসতে দেখেন। পরে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।