=========================
বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপির নেতৃত্বে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে একটি বর্ণাঢ্য গন মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, নওমালা ইউপি চেয়ারম্যান কামাল হেসেন বিশ্বাস, কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ,আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম , চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান আলকাস মোল্লা সহ আওয়ামীলীগ ও অংগ সংগঠন।
বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।