টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগে নিরাপত্তা প্রহরীকে ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহান স্বপ্না এই আদেশ দেন।
নিরাপত্তা প্রহরীর মোঃসুলতান আহমেদ (৫৪)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা উঠানোর নির্দেশনা ছিল।
সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়–তে টাঙিয়ে রাখা হয়। জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।