বাংলা ও বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ ও বিদেশে ছাত্রলীগ নানা কর্মসূচি নিয়েছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের বাসাইলে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা কেককাটা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
উক্ত আলোচনা সভায় বাসাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান খান হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাসাইল পৌরসভার মেয়র ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।
উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা অংশ নেন।
সঞ্চালনায় ছিলেন: মোঃ রাজু আহমেদ , যুগ্ন আহ্বায়ক বাসাইল উপজেলা ছাত্রলীগ ও মোঃ রিপন আহসান, যুগ্ন আহ্বায়ক,বাসাইল উপজেলা ছাত্রলীগ।