ঘরে মশা বাইরে মশা, যেখানে যাচ্ছি সেখানেই মশা। মশা মারতে গিয়ে কখনও গালে, কখনও কপালে আবার কখনও কানে নিজের চড় নিজেকেই খেতে হচ্ছে। কয়েল-মশারি দিয়েও কিছু হচ্ছে না। মশার গুন গুন শব্দে রাতে ঘুম আসে না। যেন মশার রাজ্যে বাস করছি।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বাসাইল কাঁচা বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় হাট-বাজার গুলোতে মশার উৎপাত একটু বেশি চোখে পড়ে। বাথুলী সাদী বাজারে একটি চা স্টলে বসে কথাগুলো বলছিলেন কয়েকজন ব্যক্তি। অন্য যে কোনো সময়ের তুলনায় চলতি সময়ে বেড়েছে মশার উপদ্রব। বাসা-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেতেই মশার দাপট। কয়েল, মশারিতেও কোনো কাজ হচ্ছে না। মশার উৎপাতে অতিষ্ট।
সরেজমিন ঘুরে দেখা যায়, ড্রেনে জমে আছে ময়লার স্তুপ ও পঁচাপানি। ড্রেনের দূষিত পানি প্রবাহিত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ছে। ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় লাখ লাখ মশা বংশ বিস্তার করছে। সন্ধ্যা লাগার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে মশা বাসা বাড়িতে প্রবেশ করছে। মশার উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীরাও। পড়ালেখা বাদ রেখে মশা মারায় ব্যস্ত হয়ে পড়ছে।