ইয়াছিন মাহমুদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগর উপজেলার -১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিল মোট ৫৩৮ জন প্রার্থী। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে -৭৫ জনের মধ্যে বাছাই -০২ জন বাতিল, সাধারণ সদস্য পদে- ৩৫৬ জনের মধ্যে -০৫ জন বাতিল ও সংরক্ষিত নারী সদস্য পদে -১০৭ জনের মধ্যে -০৩ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
আজ -০৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন বুধন্তী ইউনিয়ন থেকে -০২ জন হাজী মোঃ জিতু মিয়া ও রানা,পাহাড়পুর ইউনিয়ন থেকে -০১ জন মোঃ তৈয়ব আলী,বিষ্ণুপুর ইউনিয়ন থেকে -০৩ জন ম প স তাবরীজ সরকার,হাবিবুর রহমান,
মোঃ আশরাফুল ইসলাম সুমন,চান্দুরা ইউনিয়ন থেকে -০১ জন মোছাঃ তাছমিন আক্তার,ইছাপুরা ইউনিয়ন থেকে -০২ জন মোঃ সুজন মিয়া,
মোঃ রেজাউল হক রিপন,চম্পকনগর ইউনিয়ন থেকে -০৪ জন মোঃ আব্দুল খালেক,
মোঃ আমির খান,আবু সায়েদ,পরিমল দাস,পত্তন ইউনিয়ন থেকে ২ জন হৃদয় আহাম্মদ জালাল,মোঃ সিরাজুল ইসলাম,চর ইসলামপুর ইউনিয়ন থেকে -০৪ জন সাচ্চু মিয়া,মোঃ সাদ্দাম হোসেন,আব্দুল মতিন ও মনিরুল জামান।হরষপুর ও সিংগারবিল ইউনিয়ন থেকে কোন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।চেয়ারম্যান পদে -১০ ইউনিয়নের মধ্যে বিভিন্ন ইউনিয়নে -১৯জন, সাধারণ সদস্য পরে বুধন্তী ইউনিয়নে ১- হয়জন,চম্পকনগর ইউনিয়নে -০৩ জন,পাহাড়পুর ইউনিয়নে -০২ জন,সিংগারবিল -০১ জন,বিষ্ণুপুর ১ জন, পত্তন ইউনিয়নে -০৩ জন,চর ইসলামপুর -০৩ জনসহ মোট -১৪ জন, সংরক্ষিত -০১ জন চর ইসলামপুর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য,আগামীকাল -৭ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।এর মধ্যে দিয়েই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবে নির্বাচনের। আগামী -২৬ ডিসেম্বর উপজেলার ১০ -ইউনিয়নে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।