৮০ মিনিটে ভারতের জালে একমাত্র গোল দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আন্ডার -১৯ সাফ উইমেন চ্যাম্পিয়ন শিপ জিতিছে বাংলাদেশ। ঢাকার মোস্তফা কামাল স্টেডিয়াম ভারতের নারী দলের বিপক্ষে পুরোটা সময় দাপটের সাথে খেলে বাংলাদেশ। বাংলাদেশের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। বাংলাদেশের মুহুর্মুহু আক্রমণে ভারতে রক্ষণভাগ ভেঙে পড়ে। আর ভারতের জালে ৮০ মিনিটে জয়সূচক গোলটি দেয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল বাংলাদেশের মাথায়। বিজয়ের মাসে আরেকটি বিজয় বাংলাদেশের।