মোঃ তানভীর আশরাফ ভূইয়া, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে নারী দিবসে হত দরিদ্র নারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দিলেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর। ৯ মে (রবিবার) সকাল ১০ টায় মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব ক রেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।
এ সময় কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে ।