নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদে ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ও বেলাব উপজেলা ছাত্র দলনেতা মুহাম্মদ আরমান হাসান এর নেতৃত্বে, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলীয় নেতা- কর্মীদের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার ০৫/০৫/২০২১ সন্ধ্যায় বিন্নাবাইদ ইউনিয়ন এর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এর মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা ছাত্র দল নেতা মুহাম্মদ আরমান হাসান। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রকিবুল মোমেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রদল নেতা মোঃএমদাদুল হক এমরান, বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদল নেতা সুহেল রানা,জুবায়ের আহমেদ রুবেল,এম আর নয়ন,শাহরিয়ার আরমান,মোঃসম্রাট আকবর,মুন্জিল মিয়া,এইচ এস সারোয়ার হোসেন, বেলাব হোসেন আলী সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃসালমান হোসেন,ইজাজুল আহমেদ হিমেল,আশরাফুল ইসলাম সীমান্ত,সনেট আহমেদ প্রমুখ।