চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারত থেকে সরকারিভাবে চাল আমদানির প্রথম চালান দর্শনা বন্দরে এসেছে। মঙ্গলবার বিকেলে ৪২ টি রেলওয়াগনে মোট ২৪’শ ৫০ মেট্রিক টন চাল ভারতের গেঁদে বন্দর হয়ে দর্শনায় পৌঁছে। ইনভয়েসে প্রতিটন নন বাসমতি ( সিদ্ধ চাউল)’র আমদানি মুল্য দেখানো হয়েছে ৪’শ ২২ ইউএস ডলার।
জানা গেছে, সরকারিভাবে ভারত থেকে মোট আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন চাল দেবে ভারতের সরকারি কৃষি সমবায় বিপনন সংস্থা ন্যাফেড। ভারতের দুটি বেসরকারি রপ্তানিকারকও বাংলাদেশে চাল রপ্তানির সুযোগ পেয়েছে টেন্ডারের মাধ্যমে। তবে বাংলাদেশ সরকার চাইছে সিংহভাগ চাল সরকারি ন্যাফেডের কাছ থেকেই নিতে।
এদিকে দর্শনা বন্দর দিয়ে আমদানিকারকদের মাধ্যমে গত পহেলা জানুয়ারি থেকে আজ (৩০ মার্চ) পর্যন্ত মোট ২১ হাজার ৮’শ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।আমদানি করা এই চালের ইনভয়েস মূল্য ছিল ৩৬৫ থেকে ৪২০ মার্কিন ডলার।