ঝিনাইদহ জেলা প্রতিনিধ-
ঘটনার দুদিন পার হয়ে গেছে ৬ জনকে কুপিয়ে জখম হাসপাতালে ভর্তি। মহেশপুরে মানিকদি গ্রামে এক অসহায় পরিবার কে ভিটে থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে ভুমি দস্যু নছরুদ্দিনের ছেলে নজরুল ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ২ মহিলা সহ ৬ জনকে মারপিট করে গুরুতর আহত করেছে।আহতরা হলেন (১)মালেকা বানু (৬০) জঃমকছেদ মন্ডল সাং মানিকদি।(২)তহমিনা পিতাঃমৃ মকছেদ(৩)জামাল(৩৫)পিতা ঐ(৪)আসাদুল পিতা মোবারক(৫)জাহান্নারা(৪০)জঃ আসাদুল (৬)মামুন(২০)পিতা আসাদুল। তাদেরকে মহেশপুর থানা পুলিশ যেয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যায় নজরুল জামালের জমি গ্রাস করার জন্য দীর্ঘ দিন অত্যাচার করে আসছে।প্রায় ৩০/৩৫বছর ধরে জমি দখল করে আসছে জামালরা হঠাৎ নজরুল তাদের কাছে জমিদাবী করে জোর পুর্বক সন্ত্রাসী দিয়ে উচ্ছেদ করতে যায়।এঘটনায় থানায় ঘটনার দিন জামাল বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছে। দুদিন পার হলেও আসামী বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। আসামী নজরুলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে,বিএনপির সময় তৎকালীন এমপির ঘনিষ্ঠ জনহিসাবে এলাকায় ব্যাপক নির্যাতন চালিয়েছে।বর্তমানে টাকার জোরে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের হাত করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সে হুংকার দিয়ে বলেছে থানা পুলিশ,সাংবাদিক তার কাছে কিছু না।সব ম্যানেজ করে নেবো,এখন সাধারণ মানুষের জিজ্ঞাসা তাহলে কি গরীব মানুষ বিচার পাবেনা।