মোঃ জিকরুল হকঃ
দিনাজপুরের পার্বতীপুরে আফজাল হোসেন ((পিতা মৃত মনির উদ্দিন(বিষু) পাইকার, রঘুনাথপুর (ফকিরপাড়া)) পৈতৃক রেকর্ড সূত্রে ৫ শতক জমির উপরে প্রয় ৪০/৫০ বছর আগে বাড়ি নির্মান করে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছেন।
ব্যবসার সুবাদে খোলাহাটি বাজার হক কাউন্টার সংলগ্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করায় নিম্ন রেকর্ড সম্পত্তিতে থাকা বাড়িতে মা এবং একজন ভাড়াটিয়া বসবাস করে।
মোঃআফজাল হোসেন বড়িতে না থাকায়,কারনে আকারনে বাড়িতে থাকা ভাড়াটিয়া এবং তার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ করতো মোঃ শফিকুল ইসলাম,মোঃআফজাল হোসেন এনিয়ে প্রতিবাদ করলে তাকে বাড়ি ছেড়ে চলে জেতে বলে না হলে তাকে মেরে ফেলবে নানা ধরনের ভয়ভিতি হুমকি দিতো।
আফজাল হোসেন ভাড়াবাসা ছেড়ে দিয়ে নিজ বাড়িতে থাকার উদ্যিসে বাসার মালামাল আসবাবপত্র নিয়ে গেলে পরিকল্পিত ভাবে মোঃশফিকুল ইসলাম দলবল নিয়ে মোঃআফজাল হোসেনের পরিবারের উপর হামলা করে,৩ লাখ ৷ টাকা চাদা দাবি করে টাকা দিতে আপরাগতা প্রকাশ করলে বাড়ি ভেংঙে দেয়।
ছুরি দিয়ে কোবদিলে মোছাঃমিসরাত জাহান মিতু আহত হয়।
এবিষয়ে থানায় মামলা হয়েছে নং ৩৪/৯৩৮
সরকারের কাছে দ্রুত ন্যায় বিচারের দাবি করেছেন আফজাল হোসেন।