রেজানুর ইসলাম,
গাজীপুর থেকে –
০৪/০৩/২০২১, বৃহস্পতিবার। গাজীপুর জেলার বাংলাবাজার এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে ‘মাইক্রোট্রেড ফুড এন্ড বেভারেজ লিঃ’ নামক খাদ্যদ্রব্য উৎপাদনকারী (টোস্ট বিস্কুট, কেক, চিপস্ ইত্যাদি) প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার (১,১০,০০০/-) টাকা জরিমাণা করা হয়। তারা ডিলিংস্ লাইসেন্স, কৃষি বিপণন লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, কর্ম চারীগণের স্বাস্থ্যসনদ ব্যতিরেকে এবং ট্রেড লাইসেন্স নবায়ণ ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করছেন। এ ছাড়াও কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা। কর্মচারীগণ এপ্রোন, ক্যাপ বা কারখানার ভেতরে ব্যবহারের জুতা ইত্যাদি ব্যতিরেকে কাজ করছেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া ইয়াসমিন এবং সহযোগিতা করেন জনাব মুহাম্মদ আবদুছ ছালাম, জেলা মার্কেটিং অফিসার, গাজীপুর।