মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
বন্দরনগরী ভৈরবে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী সফর আলীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। সফর আলী শহরের ঘোড়াকান্দা এলাকার মোঃ আলী আকবর মিয়ার ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় সফর আলীকে চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় মামলার অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। এ নিয়ে অভিযুক্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী সফর আলীকে শহরের চন্ডিবেড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী সফর আলী সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশ হত্যা চেষ্টা মামলার ভৈরব থানার এজাহার নামীয় আসামী। গত ১২ ডিসেম্বর ভৈরর থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আব্দুল করিমসহ মাদক মামল গ্রেফতারি পরায়ানাভুক্ত ১ নং আসামী রাসেল (৩০)কে গ্রেফতার করে। এ সময় উক্ত আসামীর ডাক চিৎকারে গ্রেফতারকৃত এজারনামীয় আসামীগন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া এ এস আই মোঃ রেজাউল করিম ও এ এস আই মোঃ আব্দুল করিমের উপর হামলা করে এবং সরকারী কাজে বাধাঁদানসহ ২ পুলিশ কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় এএসআই মোঃ রেজাউল করিম গত ১৩ ডিসম্বর বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করার পর গত ১৯ ডিসেম্বর রাতে তাকে র্যাব সদস্যরা গ্রেফতার করে ভৈরব থানায় সোপর্দ করেছে।