শরিফুল ইসলাম সৌরভ (শরীফ)
ক্রাইম রিপোর্টার ঃ
ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়নে জমিজমা বিরোধের জেরধরে অবসরপ্রাপ্ত সেনা-সদস্য আনসার গাজীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ করে আনসার গাজী জানান গত ২ মার্চ ০২১ইং গভীর রাতে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কবির গাজীর নেতৃত্বে মাসুদ গাজী, খালেক গাজী, শাহাবুদ্দিন ও এলাচ রাড়ীসহ কয়েকজন তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার জমি জোরপূর্বক দখল করে কাঁটাতারের বেড়া দেয়।
আমিন ঘটনাস্থলে গেলে তারা আমাকে কোনো কথা না বলেই আমার উপর অতর্কিত হামলা করে, আমাকে মেরে ফেলার চেষ্টা করে।
আমার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে ৯৯৯ নাম্বারে ফোন করে।
আমাকে ঘটনাস্থল থেকে ভোলা সদর থানার পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি তবে মামলার প্রস্তুতির কাজ চলছে।
তিনি আরো বলেন সন্ত্রাসী কবির গাজীসহ উক্ত সন্ত্রাসীরা যে জমি আমার জবর দখল করতে চায়।
ওই জমির আদালতে মামলা ছিল।
আদালত সকল প্রমাণাদি যাচাই করে আমার পক্ষে রায় দেয়।
আদালতের রায় উপেক্ষা করে টাকার জোরে সন্ত্রাসীদের ভাড়া করে আমার জমি জবর দখল করার চেষ্টা করে সন্ত্রাসী কবির গাজী।
এলাকাবাসী জানান,কবির গাজী ঢাকায় মদের ব্যবসা করে কোটি টাকার মালিক হয়ে সে আঙ্গুল ফুলে কলাগাছ।
টাকার গরমে সে এলাকায় এসে যা মন চায় তাই করে তার ভয়ে কেহ কিছু বসতে সাহস করে না। এসুভাধে তার অপকর্মের মার্তা দিন দিন বেরেই চলেছে।
অবসর প্রাপ্ত সেনা সদস্য আনসার গাজীর জমি জবর দখল ও তার উপর হামলা করে কবির গাজী অন্যায় করেছে।
এবিষয়ে কবিরদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় ও তার বাড়ীতে কাউকে খুজে পাওয়া যায়নি।
ভুক্তভোগি আনসার গাজীর অসহায় পরিবার সন্ত্রাসী কবির গাজীদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।