মোঃ সুমন পাটোয়ারী
মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য আর দ্বিতীয় হচ্ছে বস্ত্র আর সেই বস্ত্র বিতরণের উদ্যোগ করলেন l
ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের কৃতিসন্তান দক্ষিণ কোরিয়া প্রবাসী ও দক্ষিণ কোরিয়া জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন উদ্যোগে গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পযর্ন্ত উপজেলার আছলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আছলামপুর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ জামাল উদ্দিন তালুকদার, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী আকবর ডাক্তার মোঃ সুমন আরো উপস্থিত ছিলেন আছলামপুর বিএনপি’র ছাত্রদলের সভাপতি তুহিন তালুকদার। দক্ষিণ কোরিয়ার প্রবাসী মোশারফ হোসেনের বাবা
রফিকুল ইসলাম মিয়া জানান রোজ শুক্রবার (১০ ডিসেম্বর) ও
মোশারেপ মিয়ার পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। দু’শত গরিব, অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান। সেই সময়
উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া প্রবাসী আছলামপুর ইউনিয়নের কৃতিসন্তান মোহাম্মদ মোশারেফ হোসেনের ভাই মোহাম্মদ নুর আলম, শাখাওয়াত হোসেন শাহীন, আজাদ খান, মোস্তফিজুর রহমান, মো. নুরুদ্দিন, আল আমিন ফরাজি , মোতাহার সিকদার ও স্থানীয়রা। এছাড়া প্রবাসী মোশারেফ হোসেন আছলামপুর ইউনিয়নের কয়েকটি এতিম মাদ্রাসায় বিভিন্ন সময় অনুদান দিয়েছেন বলে জানান এলাকাবাসী।