স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় ব্যতিক্রম ধর্মী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান টিকিকাটা সাঈফী নগর মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ জলিল মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা শায়েখ নেছার উদ্দিন সাঈফী, সহ-সভাপতি আলহাজ্ব রত্তন হোসাইন মাষ্টার, ইউপি সদস্য জসিম উদ্দিন খান, শিক্ষক মাওলানা মুহাম্মদ আল আমিন, মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, সমাজ সেবক মাওলানা মোশারেফ হোসাইন, অভিভাবক মোঃ বাচ্চু মিয়া, জামাল সিকদার প্রমুখ। অনুষ্ঠানে ১৪ জন ছাত্রকে কোরআন শরীফ সবক ও ৬ জনকে হিফজ দেয়া হয়।