স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১এপ্রিল প্রথম ধাপের ইউপি নির্বাচনে ছয় ইউনিয়নে বর্তমান পাঁচ চেয়ারম্যানসহ এক নারী প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় এ মনোনয়ন চুড়ান্ত করেছেন। শনিবার (১৩ মার্চ) দিনভর বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ১নং তুষখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩নং মিরুখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুস সোবাহান শরীফ, ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন আকন, ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল আলম ঝনো, ৯ নং সাপলেজা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিরাজ মিয়া ও ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারেফ হোসেনের সহধর্মিনী একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী মোসা. শারমিন জাহান দলীয় মনোনয়ন পেয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কেন্দ্রীয় আ’লীগের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।