ঢাকাসোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় খালের মধ্যে টয়লেট নির্মাণ, দুর্ভোগে এলাকাবাসী

Agrajatra 24
ফেব্রুয়ারি ৮, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে খালের মধ্যে টয়লেট নির্মাণ করে পানিতে মলত্যাগ করছে একটি পরিবার। এতে খালের পানি দূষিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিকার চেয়ে ওই এলাকার মোঃ ফজলুল হক নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একখানা লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের ধনধোয়া খালের পাশ দিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে খালের পাড়ে একই এলাকার সেকান্দার মোল্লার পুত্র মোঃ ছগির মোল্লা খামখেয়ালীভাবে একটি টয়লেট নির্মাণ করেন। যার ফলে খালের পাড় দিয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায় এবং টয়লেট মল খালের পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, টয়লেটের বিপরীত দিকে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের মুসল্লিরা অযু-গোসলে খালের পানি ব্যবহার করে থাকেন। এছাড়া খালের দুই পাশের লোকজন রান্নার কাজেও ওই পানি ব্যবহার করে থাকেন। উত্তর মিঠাখালী জামে মসজিদের মুসল্লি নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে কয়েক দফা খাল থেকে টয়লেটি সড়াতে বললেও নাছির মোল্লা থকোন কর্ণপাত করেনা। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে তদন্ত শেষে খাল থেকে টয়লেট উচ্ছেদ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।