অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভূমি সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষে ভূমি সম্প্রসারণ ভবন, বঙ্গবন্ধু কর্ণার, সেবার দুয়ার (হেল্প ডেক্স) ও অগ্নি নির্বাপন ব্যবস্থা এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সেবার দুয়ার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ূন কবির, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ওসি আবু জাফর মোঃ মাসুদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
অপর দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের তেতুলতলা বাজারে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে ভূমিহীন ইউনুচ আলীর জন্য নির্মিত ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা