অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
মোঃরবিউল আলম,কুমিল্লা।।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির
দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.)সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর উপজেলার হরিপুরে বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত হয়েছে।তৌহিদী মুসলিম জনতার পক্ষ থেকে রবিবার বিকাল ৫ টার সময় হরিপুর চৌমুহনী থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় ।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা।আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলটি হরিপুর চৌমুহনী থেকে শুরু হয়ে দূর্লভপুর, বৌয়ারা বাজার,নোয়াপারা, উ:সূর্যনগর এবং শাহাপুর হয়ে হরিপুরে এসে শেষ হয়
ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি সেই সাথে অভিযুক্ত কারীদের ফাঁসির দাবি জানান ।এককভাবে
পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।এছাড়াও বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা