এ.ইউ জুয়েল চৌধুরী (কক্সবাজার প্রতিনিধি):
গেল ১৬ই ডিসেম্বর-২০২০ইং ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কালারমারছড়া ইউনিয়নের বৃহত্তর জনগোষ্ঠীখ্যাত এলাকা চিকনীপাড়া, সোনারপাড়া, নয়াপাড়া, ফকিরজুমপাড়া, অফিসপাড়া, ফকিরা ঘোনা ও নোনাছড়ি নিয়ে গঠিত ‘আঁরা মধুখাইল্যা’ সংগঠন এক ব্যতিক্রম র্্যালি, (ঝাপুয়া টু নোনাছড়ি), আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সকাল ০৯ টায় শুরু হয়ে র্্যালি চলে সকাল ১১ টা পর্যন্ত। র্্যালি পরিচালনা করেন অত্র সংগঠনের নিবেদিত প্রাণ অফিসপাড়ার আব্দুল মান্নান, শামসুল আলম পিংকী, আনোয়ার পাশা শিমুল, চিকনীপাড়ার মুহাম্মদ আরিফ উল্লাহ, হুবাইব বাবুল, শাহজাহান, ফকিরজুমপাড়ার আবুল কালাম, শেখ আব্দুল্লাহ, মুহাম্মদ রাসেল, আজিজুল হক, নোনাছড়ির আব্দুল মজিদ ও ইউনুস।
র্্যালি শেষে কালারমারছড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পূর্বের নির্ধারিত ফকিরজুমপাড়া ফুটবল মাঠের সমাবেশ স্থলে যোগদান করেন। মুহূর্তেই লোকারণ্যে সমাবেশ ভরে যায়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ ইউনুচ বাহার এবং সভা পরিচালনা করেন- এ.ইউ জুয়েল চৌধুরী। শেখ আব্দুল্লাহর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়ে চলে বিকাল- ০৩.০০ পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন- সোনারপাড়ার কৃতি সন্তান মুহাম্মদ শহীদুল্লাহ, প্রধান মেহেমান ছিলেন-ফকিরজুমপাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুজিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন- নুরুল কাদের মেম্বার, সরওয়ার কামাল, মোহাম্মদ ইসহাক, আবুল কাশেম (কালাবদা), নুরুল আলম টিপু, ফোরকান আহমদ, মুহাম্মদ বাবুল, প্রবীণ মুরব্বী হাসান আলী, বজল আহমদ প্রমুখ।
এতে জ্বালাময়ী স্বাগত বক্তব্য রাখেন- কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক নূরে তজল্লী, বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাকের হোছাইন, অর্থ সম্পাদক কায়ছার উদ্দিন, মাষ্টার জহিরুল ইসলাম, মুহাম্মদ সেকান্দর, আব্দু শুক্কুর, উপদেষ্টা – বজল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- অফিসপাড়ার নাজেম উদ্দিন, মিজবাহ উদ্দিন ইরান, আব্দুল গফুর, মাশেকুল ইসলাম সুমন, ছোটন, কায়ছার, তারেক, ফকিরজুমপাড়ার ফরিদুল আলম, নাছির উদ্দিন মনু, আলা উদ্দিন আল আজাদ, নেজাম উদ্দিন, আমির আলী, খোরশেদ আলম, আমান উল্লাহ, ওবায়দুল হক, চিকনীপাড়ার মকছুদ, ওসমান গনি, বেলাল, নজরুল, সোনারপাড়ার দিল মোহাম্মদ, নুরুল আলম, মোহাম্মদশাহ্ ঘোনার মাহমুদুল আল ইসলাম, নোনাছড়ির শাহেদুল ইসলাম প্রমূখ।
অত্র সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন- মাষ্টার শফিউল আলম স্যার, এড. কাশেম আলী, রশিদ আহমদ মেম্বার, ইঞ্জিনিয়ার শফি উল্লাহ রাজু, সাংবাদিক নেছার আহমদ, আব্দু ছালাম, আব্বাস সিকদার, মাওলানা মাহবুবুল আলম, হাজ্বী এহছান আলী, মাওলানা ফোরকান হোছাইন, আকতার কামাল শিফু, মনজুর আলম, মাহবুব আলম সওদাগর, মিজানুর রহমান মিজান, মুজিবল হক বেলাল, আব্দুল কাদের সওদাগর, আলী আকবর, আবু বক্কর ছিদ্দিক, আব্দুল গণি, জসিম উদ্দিন সওদাগর, শফি আলম প্রমূখ।