স্টাফ রিপোর্টার-
মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের শিক্ষক নুরুল কবিরকে হাতুড়ি দিয়ে মারধর করে, সাথে ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।শিক্ষক কবিরকে আঘাত করে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শফি আলম (৩৩)-পিতা সিরাজুল ইসলাম।নুরুল কবির উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন।
গতকাল ১৯ তারিখ (সোমবার) আনুমানিক বিকাল সাড়ে পাঁচটায় প্রতিদিনের মতো, চালিয়াতলী বাজার হতে খাদ্য-সামগ্রী নিয়ে নুরুল কবির বাড়ী ফিরছিলেন।যাওয়ার পথে মজিবের দোকানের সম্মুখ হতে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শফি কোমর থেকে হাতুড়ি বের করে কবিরকে আক্রমণ করে এবং এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্হানে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়।কবির চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে মাটিতে চেপে ধরে, নগদ ৮০ (আশি হাজার) টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত স্হান ত্যাগ করে সন্ত্রাসীরা।
শিক্ষক নুরুল কবির বলেন, আমার প্যান্টের পকেটে ছিল ৮০ হাজার টাকা যা আমার বোনের স্বামী বিদেশ থেকে পাঠিয়েছে।উক্ত টাকা নিয়ে আমি বাড়ি দিকে যাচ্ছিলাম।যাওয়ার পথে সন্ত্রাসী শফি আমাকে পথ আটকিয়ে রেখে উক্ত টাকা নেওয়ার জন্য জোরাজোরি করে।আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে সন্ত্রাসী শফি আলম তার কোমরে গুঁজানো হাতুড়ি বের করে এবং এলোপাতাড়ি আমাকে মারতে থাকে।আমি আত্ন -রক্ষার্থে হাতুড়ি চেপে ধরি।হাত চেপে ধরাতে সন্ত্রাসী ডাকাত শফি আমার পিঠে কামড়ে দেয়।শারীরিক হয়রানি করে কামড় দিয়ে আমার প্যান্টের বাম পকেট হতে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল করে সন্ত্রাসীরা চলে যায়।
স্হানীয়রা জানান, শিক্ষক নুরুল কবির যাতে বাড়ীতে পৌঁছাতে না পারে, সন্ত্রাসী শফি ও ওয়াজ উদ্দীনের দল নিয়ে পথের মধ্যে দা-চুরি, কিরিচ নিয়ে পথ আগলে রাখেন।পরবর্তী এলাকার কয়েকজন মুরব্বি ও গন্যমান্য মানুষের সহায়তায় শিক্ষক কবির নিজ বাড়ীতে পৌঁছায়।এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি কিংবা থানায় মাললা করেছে কিনা জানতে চাইলে জবাবে তিনি বাদী হয়ে বিবাদী শফি আলমের বিরুদ্ধে মহেশখালী থানায় একটা মামলা করবে বলে জানান।