অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
মিসবাহ ইরান মহেশখালী( কক্সবাজার),
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট জামে মসজিদ ও তানিমূল কোরআন ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভায় কালারমার ছড়া ইউনিয়ন পারিষদের তরুন জনপ্রিয় চেয়ারম্যান জনাব তারেক বিন ওসমান শরীফ নগদ ৫০,০০০ টাকা অনুদান দেন।
চেয়ারময়ান তারেক বিন ওসমান শরীফ বলেন,মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে আমার এ অনুদান।কারন সহযোগিতা ছাড়া কোন কিছু সম্ভব না!মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার অনুদানে শরীক হতে পেরে আমি ধন্য বলে আমি মনে করি।আর যারা মসজিদ ও ফোরকানিয়ার দায়িত্ব রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন।
তারেক বিন ওসমান শরীফ কালারমার ছড়া ইউনিয়নের চেয়ারম্যান হয়ে পার্শ্ববর্তী মাতারবাড়ি ইউনিয়নে ৫০ হাজার টাকা অনুদান করলে এলাকা সাধারণ মানুষ প্রশংসা করতে ভুল করেননি।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা