ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মির্জাপুর মান্দাতলাপাড়ায় পরকীয়া প্রেমের টানে ভাতিজা আলামিন (২৫) তার চাচী দুই সন্তানের জননী রুমা খাতুন(২৪)-কে নিয়ে পালিয়ে গেছে। জানা যায়, মজনুর স্ত্রী রুমার সাথে ভাতিজা ফুলজারের ছেলে আলামিনের দীর্ঘদিন পরকীয়া দৈহিক সম্পর্ক চলছিল। সরোজমিনে গিয়ে জানতে পারে অনুসন্ধানমূলক জাতীয় সপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকা ও এন্টি ক্রাইম ইউনিট মোঃ বাবলু মিয়াকে জানান এলাকাবাসী। রুমার দুইটি সন্তান ও আছে মোঃ ইউসুফ আলী(৫) ও আমির হামজা দেড় বছরের দুইটি সন্তান রয়েছে। গত সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে পরিবারের অগোচরে প্রায় আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চাচী রুমা ভাতিজা আলামিনকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ব্যাপারে রুমার শামী মহেশপুর থানায় একটি অভিযোগ করেছে। মহেশপুর থানার এসআই নর-উত্তম বিষয়টি সরেজমিনে তদন্ত করেছেন।