ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক মজিবর রহমান মহেশপুর উপজেলার সর্ব স্তরের সুধীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাশ্বতী শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম (সাজ্জাদ) এসময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সাত্তার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক (আজা), প্রেসক্লাব মহেশপুরের সভাপতি জনাব সরোয়ার হোসেন সহ প্রমুখ।মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন বলেন,কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহেশপুরে ৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করলেও,উচ্ছেদের পরপরই পুনরায় ভাটা মালিকরা প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাট চালু করেছে।জেলা প্রশাসকের কাছে এদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেওয়ার দাবী ও জানান প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন।