মোঃ জাহিদুল ইসলাম
মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানব কল্যান সংঘ” এর পক্ষ থেকে অসহায়, দিনমজুর ও কর্মহীন পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাহে রমজানকে সামনে রেখে প্রায় দেড় শতাধিক পরিবারে এ ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
গতকাল ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার বিকাল ৩ টায় মানব কল্যান সংঘ সংগঠন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আলী গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান রিয়াদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আহাম্মদ আলী গাজী, ২নং উওর আলগী ইউনিয়ন এর ৯ নং ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন মাহে রমজানে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সকলেই নানারকম সুস্বাদু ফলসহ মজাদার খাবার ইফতারে রাখবেন। কিন্তু কর্মহীন অসহায় পরিবারের খোঁজ নেওয়া হয় না। তাই মানব কল্যান সংঘ সংগঠন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের এ আয়োজন। আমরা সর্বদাই এর ধারাবাহিকতা বজায় রেখে মানবসেবায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সহ সভাপতি মোঃ মামুন মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ শিকদার,আতাউর রহমান সিয়াম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াদ তপদার,সহ সাংগঠনিক সম্পাদক মহন,অর্থ সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ সহ শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।