ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরের পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
মার্চ ১৫, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাকুল্যা বাজারে সন্ধ্যার দিকে তেলভর্তি ট্যাঙ্ক লরিতে আগুন লাগে। এরপর মুহুর্তের মধ্যে আগুন বাজারের মনোরঞ্জনের দোকান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ইউপি চেয়ারম্যানের বাংলো বাড়িসহ ১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দোকানের দুই কর্মচারি দগ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানান।

রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তেলভর্তি ট্যাঙ্ক লরিতে তেল আনলোড করার সময় আগুন ধরে যায়। এসময় পাশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে তেলের দোকান, কাপড়ের দোকান ও ইউপি চেয়ারম্যানের টিনের বাংলোসহ পাঁচটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।