মোহাম্মদ নূরণবী
স্টাফ করেসপন্ডেন্ট
সিনিয়ার সাংবাদিক, বিএফইউজের ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ইউনাইটেড হসপাতালের কো-অর্ডিনেটর ডা. ফজলে রাব্বি জানান, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ অবস্থা আশঙ্কাজনক।
কয়েকদিন আগে তাঁর কোভিড পজেটিভ রিপোর্ট আসে। এখন অক্সিজেন লেভেল বেশ নিচের দিকে আছে বলেও জানান ডা. ফজলে রাব্বি ।
এদিকে দেশবাসী এবং বিশেষভাবে গণমাধ্যম কর্মীদের কাছে মিসেস রিয়াজ উদ্দিন আহমেদ দোয়া চেয়েছেন যাতে করে আল্লাহ তায়ালা এই গুণী, মেধাবী ও পরিশ্রমী সাংবাদিককে সুস্থ করে দেন এবং রহম করেন।