রিপোর্টঃ মেহেদী হাসান অর্নব –
রাজধানীর মিরপুর মডেল থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অবস্থিত ওয়াসার মাঠটি এখন যেনো অঘোষিত ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। ময়লা জমে স্তুপ হয়ে ছড়াচ্ছে প্রচন্ড দুর্গন্ধ। আর এতে ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন ওয়াসায় পানি নিতে আসা শত শত গ্রাহক, মাঠে খেলা ধুলা করতে আসা শিশু, এবং পথচারীরা। এ এলাকায় ময়লা নেবার জন্য পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত আসলেও কে বা কারা দূর্গন্ধযুক্ত আবর্জনা প্রতিনিয়ত স্তুপ করে রাখছে ওয়াসার গেটের মুখেই। ওয়াসার পানির বুথে কর্মরত এক কর্মী অগ্রযাত্রাকে জানান- ময়লার স্তুপ জমে জমে প্রচন্ড দুর্গন্ধে শ্বাস নেয়াটাই কষ্টকর হয়ে যায়। ভুক্তভোগীদের ভাষ্য ওয়াসার গেট সার্বক্ষনিক খোলা থাকার সুযোগে আশেপাশের ফ্ল্যাট বা বাসা বাড়ি থেকেই এখানে ময়লা ফেলা হয়। এ সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনির দ্রুত হস্তক্ষেপ ও স্থানীয়দের সচেতনতা কামনা করছেন ভুক্তভোগীরা৷