রংপুরে অগ্রযাত্রা পত্রিকার পহ্ম থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে মাক্স বিতরণ করেন অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার মোঃমনিরুজ্জামান (মনির)।
অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে পথচারী ও নিম্ন আয়ের মানুষদের মাঝে অর্ধ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
শনিবার বিকেলের দিকে নগরীর লালবাগ বাজার ও বিভিন্ন পয়েন্টে পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান।
জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন অগযাত্রার সম্পাদক মেহেদী হাসান অর্নব। রংপুরের ন্যায় সারাদেশেই এই কর্মসূচি পালন করবেন অগযাত্রার রিপোর্টাররা।