স্টাফ রিপোর্টারঃ
রংপুর ইনার হুইল ক্লাব ও মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা-র যৌথ
উদ্যোগে রোববার সন্ধ্যায় বসন্ত ঝতুর প্রথমদিন এবং ভালেন্টাইন
দিবস উপলক্ষে এক ফাগুন সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অঞ্জলিকা সম্পাদকের বাসভবন ছাদে আয়োজিত এ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন পত্রিকা সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ ।
এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শরিফুল আমিন কচি, লেখক
ছড়াকার দেলোয়ার হোসেন রংপুরী ও নাট্য ব্যাক্তিত্ব রাজ্জাক মুরাদ ।
শুভে”ছা কথা বলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহাদৎ হোসেন , ইনার হুইল
ক্লাবের প্রেসিডেন্ট শাহনাজ লাভলী , ডাক্তার সর্মপিতা ঘোষ
তানিয়া , রাশিদা রুবী ওআয়েশা বেগম। অনুষ্ঠানের শুরুতে
সাম্প্রতিক সময়ে রংপুরের সাহিত্য , সাংস্কৃতিক অংগনের বেশ
কয়েকজন গুণী মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁেদর
স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
কথা কবিতা গান ও নাচে বর্ণীল এ আয়োজনে অংশ নেন :বাশার
ইবনে জহুর, লুৎফর রহমান সাজু, মিনার বসুনিয়া, নাহিদা
ইয়াসমিন, এস,এম, সাথী বেগম, জাকির আহমদ, ডাঃ ফেরদৌস
রহমান পলাশ,শোয়েব দুলাল, শ্রাবণ কাংগালী, সেলিনা সাত্তার শেলী,
হাই হাফিজ, সাব্বির হোসেন নাফিজ, মুহাম্মদ খালিদ
সাইফুল্লাহ, রুমানা বেগম, অদম্য গোলাম মোস্তফা, মামুনুল
ইসলাম, মনিরুজ্জামান মনির, নাজিরা পারভীন, সওদা খানম মিনু,
শাহ আলম, ইশতিয়াক হোসেন , অংকনা জাহান, শামসুজ্জামান
সোহাগ, মাহমুদ বশির, মোরশেদ সরোয়ার জুয়েল, লায়লা শিরিনা,
শরিফুজ্জামান সাজু, নাইমা নিমো, আরমিন্তা ও মাফরুহা
আজমিন পরী । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহবুবুল ইসলাম ও
সাহেদা পারভীন তৃষা ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।