অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
মোঃমনিরুজ্জামান (মনির):
রংপুরে জান্নাতুল মাওয়া জামে মসজিদ ও মাদ্রাসা এর কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন রংপুরের সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা। রংপুর নগরীর ২৭ নং ওয়ার্ডের বাবু পাড়াতে জান্নাতুল মাওয়া জামে মসজিদ ও মাদ্রাসা অবস্থিত।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম (ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ মাওলানা ইদ্রিস আলী সাহেব(মুহতামিম,আল জামিয়াতুল করীমিয় নুরুল উলুম জুম্মাপাড়া),আলহাজ্ব মাওলানা ইউনুস(সহকারী পরিচালক), প্রফেসর ডা.মোঃশামসুজ্জামান( অধ্যহ্ম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল) ,ডা.শাহ শাহজাদা (পিন্টু)(সহকারী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল) ,মোঃসিরাজুল ইসলাম প্রামানিক (সদস্য জেলা পরিষদ, রংপুর),মোঃরহমতুল্লা বাবলা(কাউন্সিল ২৮ নং ওয়ার্ড)। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন, আলহাজ্ব আসলাম উদ্দিন,আলহাজ্ব জয়নাল আবেদীন (মোল্লা),ইদ্রিস আলী, আতিকুর রহমান সবুজ,আব্দুর রহমান রুবেল,সাইদ পারভেজ,শাকির আনছারী,শাহীন পারভেজ, প্রমুখ।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা