স্টাফ রিপোর্টারঃ
রংপুরে বঙ্গবন্ধুর মূরালে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ পজন্ম লীগের রংপুর মহানগর শাখা নবগঠিত কমিটি পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ পজন্ম লীগ মহানগর শাখা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ পজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর সাহ্মরিত রংপুর মহানগর কমিটি ০১(এক) বছরের জন্য অনুমোদন করায় নবগঠিত কমিটি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেছেন নবগঠিত মুক্তিযুদ্ধ পজন্ম লীগ মহানগর শাখা এর সভাপতি বাবুল হোসেন, বক্তব্যে তিনি বলেন- অামরা বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবু সাইদ রেদোয়ান,সাধারন সম্পাদক ইমাম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রেদওয়ানুল বসুনিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিংকন,সাংগঠনিক সম্পাদক মো:রাশেদুল করিম ইমন প্রমুখ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নেতা কর্মীরা আনন্দ মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।