মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর প্রতিনিধিঃ
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রংপুরে সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন রংপুর সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন -২০২১ অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রংপুর ক্যান্টনমেন্টের প্রধান ফটক প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এম কামরুল হাসান। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঁয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ এবং রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান সহ সামরিক- বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যান্টনমেন্টের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যান্টনমেন্ট এলাকার ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা।