স্টাফ রিপোর্টারঃ
রংপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির বিজয় দিবস পালন। বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের মাহেন্দ্রক্ষণ ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় কারমাইকেল কলেজে উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলো সংগঠনের সভাপতি মোঃ রশিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি নাজনীন নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ জমাদি্উল ইসলাম যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীর পিতা রাষ্ট্রমহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষ হতে।