মেহেদি স্টাফ রিপোর্টারঃ
বুধবার (২২/১২/২১) সন্ধ্যা পর ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রহমতপুর গ্রামের পশ্চিমের মাঠে এ খেলার উদ্বোধন করেন
ইসলামপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হেকিম সাহেব। উদ্বোধনী খেলায় ট্রাইবেকার এর মাধ্যমে (ইচামতি)কিং স্টার ফুটবল ক্লাবকে হারিয়ে নাছিমপুর NFC স্পোটিং ক্লাব বিজয়ী হয়। সন্ধাপর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে ছাতক দোয়ারার মোট ৩৩টি দল অংশ নেয়।
উদ্বোধনী খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার ইউনুস অালী সাহেব, ও ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ইসলাম উদ্দিন সাহেব, ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সফিক আলী সাহেব, কামরুল ইসলাম, সঞ্চিত দাস,ফয়জুর রহমান, রহিম উদ্দিন ,বাহার উদ্দিন, ১ নং ওয়ার্ডের যুবলীগ এর সভাপতি দ্বীন ইসলাম, গিয়াস উদ্দিন , আব্দুর সত্তার কালা মিয়া, মিলন সিংহ, প্রমুখ।