জুয়েল রানা_রাঙ্গাবালী
(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাধীন, বড়বাইশদিয়া ইউনিয়নের রাস্তার কাজে ইউনিয়ন পরিষদকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এলাকাবাসী। বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ফরহাদ হোসেন এর উপস্থিতি’তে, জনাব মোঃ আবু জাফর মাষ্টার ও ৩নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে টুঙ্গিবাড়ীয়া লঞ্চ ঘাটের রাস্তাটি করা হয়।
রাস্তাটি করার সময় এলাকাবাসী একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার কাজটি সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসী বলেন, উক্ত রাস্তাটি সম্পুর্ন হওয়ার কারণে লঞ্চঘাটে যাওয়া-আসার সুবিধার্থে আমরা আপনাদের কাছে অনেক উপকৃত ও কৃতজ্ঞ। এ বলে ইউনিয়ন পরিষদ তথা চেয়ারম্যান এবং মেম্বার মহোদয়কে ধন্যবাদ জানায়। জনগণের উদ্দেশ্যে চেয়ারম্যান জনাব মোঃ ফরহাদ হোসেন বলেন, আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগীতায় আগামী দিনেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।