নিজস্ব প্রতিবেদক, অগ্রযাত্রা-
১৫ জানুয়ারি শুক্রবার ঢাকার তেজগাঁও থানার ৪৭ বেগুনবাড়ির হেড অফিসে ‘প্রিয় পার্সেল’-এর উদ্বোধন হয়। এর মাধ্যমে বাংলাদেশের কুরিয়ার ও পার্সেল জগতে যুক্ত হলো আরেকটি ব্র্যান্ড। উদ্বোধন অনুষ্ঠানে প্রিয় সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম জসিমউদদীন ভূইয়া, এক্সিকিউটিভ ডাইরেক্টর সালমা তালুকদার, ডাইরেক্টর ইঞ্জি. শরীফ আহমেদ সহ প্রিয় পার্সেলের অন্যান্য শেয়ারহোল্ডার, ব্রাঞ্চ মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও থানায় প্রিয় পার্সেলের কর্পোরেট অফিস, জোনাল অফিস, ব্রাঞ্চ ও বুকিং পয়েন্ট করার পরিকল্পনা ঘোষণা করা হয়। উদ্বোধনের দিন থেকেই ঢাকার হেড অফিসে পার্সেল বুকিং শুরু হয়। এই সপ্তাহে ঢাকার অন্যান্য ব্রাঞ্চগুলোতেও পার্সেল বুকিং ও ডেলিভারি কর্যক্রম শুরু হবে। এছাড়াও ফেব্রুয়ারির ১ তারিখ থেকে চট্টগ্রাম, রাজশাহী ও কিশোরগঞ্জসহ সারাদেশের ব্রাঞ্চ ও বুকিং পয়েন্টগুলোতে কুরিয়ার ও পার্সেল ডেলিভারি কার্যক্রম শুরু হবে।