রাজশাহী নগরীর গণকপাড়া এলাকার বাবুর কাঠের মিল এর পাশে একটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মো: ডাবলু সরকার। তিনি ফায়ার সার্ভিসের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান তারা খবর পেয়ে সাথে সাথে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দুইটি ইউনিট মিলে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন বলেন ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।